মিডিয়ার মিথ্যাচারীতা

লিখেছেন লিখেছেন রাফসান ০৬ মে, ২০১৩, ০৭:১৩:৪৫ সন্ধ্যা

"গতকাল টিভি চ্যনেলগুলোর সংবাদ দেখে আমি লজ্জা পাইতেসিলাম... কেন হেফাজতকে সমর্থন করতেসিলাম... আমার অফিস পল্টনের কাছকাছি না হলে আমার চিন্তাটা প্রথম লাইনটার মত হইতে পারত... বেঁচে থাকার জন্য মানুষ কিভাবে নিজেকে বেচে দিতে পারে তার জলজ্যান্ত উদাহরণ দেখালো আমার মিডিয়া... গতকাল দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক সেকেন্ডের বিরতি শুনিনি গুলির শব্দে, মনে হচ্ছিল পাখি শিকার করতে গেলেও কেউ এত গুলি খরচ করেনা...

২.৩০ এর দিকে তো গ্রেনেডের আওয়াজে অফিস শুদ্ধ থমথম করছিল... বারুদের গন্ধ অফিস পর্যত, বাইতুল মোকাররমের ধাওয়া পালটা ধাওয়ার দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল... দেখা যাচ্ছিল কিছু লোক বায়তুল মোকাররমের সামনে আগুন ধরাচ্ছে, কিন্তু আমি বা আমরা ওখানে কোন টুপি দাঁড়িওয়ালা লোক দেখিনি, সব প্যান্ট শার্ট পড়া জেন্টলম্যান... কারা কোরান পুড়িয়েছে এটা বুঝার জন্য অতিজ্ঞানী হুয়ার দরকার নাই...... পুলিশ জিরো পয়েন্টে দাঁড়িয়ে তামাশা দেখতেসিল... ওরা কারা বুঝতে বাকি ছিলনা...

কিন্তু আওয়ামীলীগ অফিসের সামনে বৃষ্টির মত গুলি কেন চলল আর কেনইবা তখনো নিশ্চিত হতে পারছিলামনা... banglanews24.com এ দেখলাম আওয়ামীলীগ অফিসে নাকি হেফাজতে ইসলামের কর্মীরা ভাংচুর করেছে... খারাপ লাগলো... কেন এই কাজ করল???

এর মাঝে ওসমানী উদ্যানে দেখা গেল কিছু সংখ্যক টুপি-দাঁড়িওয়ালাদের তাড়া করছে প্যান্ট-শার্ট পড়া লোক... কারা কাকে তাড়া করছে বুঝতে বাকি ছিলনা...

এর মধ্যে কয়েকজন মটর-সাইকেল আরোহী জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল পুলিশি ব্যক-আপে... তারা কারা সেটাও বুঝে নিলাম.....

অফিস থেকে বের হয়ে এক প্রত্যক্ষ দর্শীর কথা শুনলাম... তার বক্তব্য মতে আওয়ামীলীগ অফিসের সামনে দিয়ে হেফাজতে ইসলাম মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামীলীগ অফিস থেকে মিছিলে আক্রমন করার পর মিছিল থেকে আওয়ামীলীগ অফিসে পালটা আক্রমণ করা হয়...

আর টিভি নিউজ দেখে মানুষ হিসেবে লজ্জিত হলাম... একটা টিভি চ্যনেলে দেখাচ্ছিল

"পুলিশ আত্মরক্ষার জন্য শান্তিপূর্নভাবে ওদের উপর বুলেট, গ্রেনেড ছুড়ছিল, আর ওরা বর্বরের মত পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছিল..."

মতিঝিলে বাসা এক বন্ধুর ভাষ্য অনুযায়ী গতরাতের পুলিশি আক্রমনে নিহতের সংখ্যা কয়েক হাজার হবে, হেফাজতের যাকে যেখানে পেয়েছে গুলি/লাঠি পেটা করেছে পুলিশ... মতিঝিল হয়ে আসা আরেকজন প্রত্যক্ষদর্শী জানালেন, ময়লার ভ্যানে করে লাশ গুম করা হচ্ছে... যাদের সাথে আমার কথা হয়েছে তারা কেউ হেফাজতের কেউ না... আর মিডিয়া বলছে মৃতের সংখ্যা...... ধিক......

ওরা তো সমাবেশে কোন গণ্ডগোল করেনি, কেন এই হামলা?? এখানে মানবতা কই গেল??

আর মানবতা টিকে থাকলে লাশ গুম কেন করা হচ্ছে?? এটা তো আমাদের যৌথ বাহিনীর গর্বের বিষয় হওয়ার কথা...

আজকে অফিসে এসে একজন শাহবাগির সাথে দেখা হলে তাকে জিজ্ঞেস করলাম অফিস থেকে জিরো পয়েন্ট, ওসমানী উদ্যানের ঘটনা সচক্ষে দেখেছেন কিনা?? তিনি হ্যা সূচক উত্তর দিলেন, তারপর জিজ্ঞেস করলাম টিভি নিউজ দেখেছেন?? তিনি বললেন হ্যা, তারপরের প্রশ্ন মানুষ হিসেবে লজ্জা লাগে কিনা?? তিনি জিজ্ঞেস করলেন কেন?? আমি বললাম মিডিয়ার মিথ্যাচার দেখে... তিনি স্বীকার করলেন মিডিয়া মিথ্যাচার করছে, করে চুপ থাকলেন...

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এখানে বিএনপি-জামাত ঢুকে বিশৃংখলা করেছে, হ্যাডাম থাকলে জামাত বিএনপি'র এতগুলা লোক মাইরা দেখান... নিরস্ত্র হুজুর মাইরা আর লাশ গুম কইরা ফুটানি মারেন ক্যান??

এখন মনে হচ্ছে হেফাজত ভূল করেছে, তাদের উচিত ছিল সশস্ত্র প্রস্তুতি নিয়ে আসা, সরকার তো তাই ইঙ্গিত দিল... শেইম অন মিডিয়া, শেইম অন গভঃমেন্ট, শেইম অন মাইসেলফ এজ এ বাংলাদেশি মুসলিম...

আল্লাহ তুমি সহায় হও..."(collected)

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File